মেহেরপুর অফিস: মেহেরপুরে ৪৮তম গ্রীষ্মকালীন বালকদের হ্যান্ডবলে দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় এবং বালিকাদের হ্যান্ডবলে মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয় নিজ নিজ খেলায় জয়ী হয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। গতকাল শনিবার মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়। খেলায় বালকদের হ্যান্ডবলে মুজিবনগর উপজেলার দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় ১০-০ গোলে গাংনী উপজেলার ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে। একই মাঠে বালিকাদের হ্যান্ডবলে সদর উপজেলার মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয় ৫-০ গোলে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে।