বঙ্গবন্ধু ছাত্রপরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার প্রথম পরিচিতিসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু ছাত্রপরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার প্রথম পরিচিতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ছাত্রপরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মেহেদী হাসান হিমেল মল্লিক। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। বঙ্গবন্ধু ছাত্রপরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ওয়াসী হাসান রাজিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. সাহাবুল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহসম্পাদক বাপ্পি, জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ ও সরকারি কলেজ ছাত্রলীগ নেতা শাকিল আহম্মেদ জিম। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা ছাত্রলীগের সভাপতি অনিক জোয়ার্দ্দার বলেন, তোমাদের এই সংগঠনের কার্যক্রম দেখে আমি সত্যি আজ আনন্দিত এতো অল্প সময়ের মধ্যে তোমরা বুঝিয়ে দিয়েছো রাজপথে বঙ্গবন্ধু ছাত্রপরিষদ কতোটা শক্তিশালী ইউনিট, আমি তোমাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করি; তোমাদের সংগঠন আরও বেগবান হোক, আমি সর্বদা তোমাদের পাশে আছি, আগামীতে তোমরা সকল ইউনিটের নতুন কমিটি দিয়ে এই সংগঠনকে আরও শক্তিশালীতে রূপান্তরিত করবে মনে রাখবে আমরা শেখ হাসিনার কর্মী বঙ্গবন্ধু আমাদের আদর্শ; আর ছেলুন ভাই আমাদের নেতা তাই আমাদের নেতার হাতকে শক্তিশালীর মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে সামনে প্রসার করতে সকল কর্মসূচিতে তোমাদের স্বতঃস্ফূর্তভাবে উপস্থিতি আমি কামনা করি। আগামী ২৯ সেপ্টেম্বর তোমাদের সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী, তোমরা জেলাবাসীকে বুঝিয়ে দেবে এই জনপদে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ একটি সুসংগঠিত ইউনিট। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন বঙ্গবন্ধু ছাত্রপরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার ধর্মবিষয়ক সম্পাদক রামিম হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ছাত্রপরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি সিরাজুল ইসলাম মিন্টু, সহসভাপতি রাশেদ, যুগ্মসাধারণ সম্পাদক তামিম হাসান বাবুলাল, সাংগঠনিক সম্পাদক তানজির আহম্মেদ বারেক, সাংগঠনিক সম্পাদক শাফায়েত হোসেন বাবু, দপ্তর সম্পাদক আল নুমান, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শারাফাত, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল করিম, শিক্ষা ও পাঠ্য চক্র বিষয়ক সম্পাদক খন্দকার মুস্তাফিজুর রহমান মিলন। উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক কালাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সুমন আলী, ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহেল, অর্থ সম্পাদক ফয়সাল হোসেন, সদস্য স্বপন, সদস্য মিরাজ, রব্বি, সবুজসহ চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা উপজেলা, দামুড়হুদা উপজেলা ও জীবননগর উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নেতাকর্মীরা। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগ নেতা মেশা, সাইফুল, আকাশ, স্বাধীন, কলেজ ছাত্রলীগ নেতা আলিফ, মেরাজ, যুবলীগ নেতা মন্টা, রবিন, রিপন, আরেফিন, টোকন, অভি, নাকিব, আফরিজ, পাভেল, ঝলকসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।