ঘোলদাড়ী প্রতিনিধি: আলমডাঙ্গার নাগদাহের জোড়গাছা গ্রামে ছাগল চুরি করে পালানোর সময় ব্যাটারিচালিত অটোর সঙ্গে ধাক্কা মেরে দুই ছাগল চোর আহত হয়েছে। একজনকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করলেও অপরজনকে ঘোলদাড়ি পুলিশে সোপর্দ করেছে। তাদের কাছে থেকে একটি মোটরসাইকেল ও একটি ধারালো ডেগার উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে আলমডাঙ্গা ডামোস গ্রামের সেলিম উদ্দিনের ছেলে সোহেল ও আলমডাঙ্গা গোবিন্দপুরের হরিতলা গ্রামের রবজেলের ছেলে আলামিন মোটরসাইকেলযোগে জোড়গাছা গ্রামে ছাগল চুরি করতে আসে। গ্রামের রাস্তার পাশে একটি খাসি ছাগল চুরি করে দ্রুত সটকে পড়ার চেষ্টা করে। স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া করলে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে একটি ব্যাটারিচালিত অটোর সাথে ধাক্কা মারে তারা। দুজনেই ছিটকে রাস্তার ওপরে আছড়ে পড়ে। দুর্ঘটনার শিকার ছাগল চোর সোহেল মারাত্মক জখম হলে স্থানীয়রা তাকে হাসপাতালে পাঠিয়ে দেয়। অপরদিকে আলামিন পালানোর চেষ্টা করলে লোকজন তার পিছু ধাওয়া করে একটি ধানক্ষেত থেকে তাকে আটক করে। সংবাদ পেয়ে ঘোলদাড়ি ফাঁড়ি পুলিশের টুআইসি এএসআই রাজু সঙ্গীয় ফোর্সসহ আলামিনকে আটক করে। তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও একটি ধারালো ডেগার উদ্ধার করে। গ্রামের অনেকেই জানিয়েছে ছাগলটি জোড়গাছা হাজীপাড়ার মৃত আদম আলীর ছেলে শাহাবুদ্দিনের।
আলমডাঙ্গার জোড়গাছা গ্রামে ছাগল চোর আটক : মোটরসাইকেল ও ড্রেগার উদ্ধার
