মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের মাসিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১০দিকে মুজিবনগর উপজেলা পরিষদ হলরুমে এ মাসিক সাধারণসভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক অফিসার তাজুল ইসলাম ও সিনিয়র মৎস্য অফিসার শহিদুল ইসলাম প্রমুখ। এছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।