চুয়াডাঙ্গায় বদরগঞ্জ জীবনা সড়কের ট্রান্সফরমার চুরির চেষ্টা

বদরগঞ্জ প্রতিনিধি: কুতুবপুর ইউনিয়নের বদরগঞ্জ জীবনা এলাকার মাঠজুড়ে চলছে বোরো ধান চাষের ভরা মরসুম। বর্ষা মরসুমে হচ্ছে না তেমন বৃষ্টিপাত। ধান চাষের পাশাপাশি বদরগঞ্জ বাজারে কল কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান চলাচল করার জন্য একমাত্র ভরসা এ বিদ্যুতের ওপর। কিন্তু যে ট্রান্সফরমারের মাধ্যমে বদরগঞ্জ জীবনা মাঠে বিদ্যুতচালিত হয়ে মোটরচালিত হবে। গত বুধবার গভীর রাতে সেই ট্রান্সফরমারটির দামি যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। পরদিন গতকাল বৃহস্পতিবার সকালে এলাকাবাসী দেখতে পায় কুতুবপুর ইউনিয়ন বদরগঞ্জ জীবনা সড়কের কলেজ মোড়ে অবস্থিত প্রায় ৮ লাখ টাকা দামের ট্রান্সফরমার ভেঙে চোরেরা তামার ধাতুর কয়েল ও দামি যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে সিন্দুরিয়া ক্যাম্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে আসে। দ্রুত ছুুটে আসে চুয়াডাঙ্গা পিডিবি বিদ্যুত বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।
চুয়াডাঙ্গা বিদ্যুত বিভাগের এক কর্মচারী জানান, ট্রান্সফরমারটির দাম প্রায় ৮ লাখ টাকা হবে। চোরেরা ট্রান্সফরমার থেকে বিদ্যুতের তার বিচ্ছিন্ন করে ভেঙে তামার ধাতু ও কয়েল চুরির চেষ্টা চালায়। সকাল হওয়ায় কারণে চোরেরা ট্রান্সফরমারটি ফেলে পালিয়ে যায়। ট্রান্সফরমারটি চালু করতে একটু সময় লাগবে। ওই এলাকায় চুরি এ ঘটনায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।