মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর ভৈরবনদীতে কুচুরিপানা পরিষ্কার অভিযান শুরু করেছে মুজিবনগর উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে দিকে দারিয়াপুর ফরাস ঘাটের পাড়ে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনির উপস্থিতিতে এ পরিচ্ছন্ন কাজ শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৈফিকুল বারী বকুল, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ প্রমুখ।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি বলেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি মহোদয়ের উদ্যোগে এবং মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি স্যারের নেতৃত্বে ভৈরবনদীতে কুচুরিপানা পরিষ্কার অভিযান শুরু হয়েছে। নদী সম্পন্ন পরিষ্কার না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।