চুয়াডাঙ্গায় পরিবার পরিকল্পনা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার বলেছেন, প্রত্যেককে সেবামূলক মানসিকতা নিয়ে কাজ করতে হবে এবং সকল ভালো কাজের ধারাবাহিকতা রাখতে হবে। জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক উপরোক্ত মন্তব্য করেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। জেলা প্রশাসক আরও বলেন, ‘সিজার করে সন্তান জন্ম দেয়া ফ্যাশনের মতো হয়েছে। অনেকেই শখ করেই সিজার করান। ক্লিনিক মালিক ও ডাক্তাররা পেনিক সৃষ্টি করে গর্ভবতীদেরকে সিজার করাতে বাধ্য করা হয়।’ জেলা প্রশাসক প্রাতিষ্ঠানিক ডেলিভারির প্রতি গুরুত্ব দিয়ে বলেন, বাড়িতে সন্তান প্রসব খুবই ঝুঁকি। সে বিষয়টি নিয়ে প্রচারাভিযান চালাতে হবে। পাশাপাশি সিজার পরবর্তী সময়ে নারীদের নানামুখী জটিলতার কথাও জানাতে হবে। যেসব স্বাস্থ্য কেন্দ্রে আবাসিক সুবিধা আছে; সেখানে স্যাকমো ও এফডব্লিউভিদেরকে থাকতে হবে। যেখানে সুবিধা নেই সেখানে আবাসিক সুবিধা চালু করতে ব্যবস্থা নিতে হবে।
সভায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (সিসি) ডা.সফিকুল ইসলাম সভায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে আগস্ট মাসের প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) দীপক কুমার সাহা, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল হান্নানসহ বিভাগীয় কর্মকর্তারা বক্তব্য রাখেন।