মাথাভাঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

দর্শনা অফিস: প্রতি বছরের ন্যায় এবারও মাথাভাঙ্গা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে পুরস্কার। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিকেলে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দামুড়হুদার পারকৃষ্ণপুর প্রত্যয় যুব সংগঠনের আয়োজনে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় ৮টি দল অংশ নেয়। এ প্রতিযোগিতা উপভোগ করতে নদীর তীরে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ছিলো হাজারো মানুষের উপচে পড়া ভীড়। প্রথম ও দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা হয় সকালে, বিকেলে চূড়ান্ত প্রতিযোগীদের মধ্যে হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। মাথাভাঙ্গা নদীর পারকৃষ্ণপুর ভিমখালী ঘাট থেকে মেমনগর ব্রিজঘাট পর্যন্ত প্রায় ১ কিলোমিটার নদীপথে নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়, পারকৃষ্ণপুর আধুনিক স্পোর্টিং ক্লাব, পারকৃষ্ণপুর লাল সবুজ একাদশ, পারকৃষ্ণপুর একাদশ, কুড়–লগাছি একাদশ, চ-িপুর একাদশ, চ-িপুর দুর্গামন্দির একাদশ, দর্শনা সোসাইটির লাইফ লাইন ও ওয়েভ ফাউন্ডেশন। ৮টি দলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে পারকৃষ্ণপুর লাল সবুজ, ২য় পারকৃষ্ণপুর আধুনিক স্পোর্টিং ক্লাব ও যৌথভাবে ৩য় স্থান অধিকার করে পারকৃষ্ণপুর কুড়–লগাছি ও চন্ডিপুর দুর্গামন্দির একাদশ। পারকৃষ্ণপুর মাথাভাঙ্গা ব্রিজ সংলগ্ন পার্ক মঞ্চে অনুষ্ঠিত আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন। প্রধান আলোচকের আলোচনা করেন, চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল। বিশেষ অতিথির বক্তব্য দেন, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান হাজি শাহ এনামুল করিম ইনু, ওয়েভ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শেখ মাহবুবুর রহমান। সভায় বক্তারা বলেন, নৌকা বাইচ আবহমান বাংলার একটি ঐতিহ্যবাহী খেলা। নদী মাতৃক বাংলাদেশে নৌকা বাইচ খেলাটি অত্যন্ত জনপ্রিয়। হাজারো মানুষের ঢল তা আবারও প্রমাণ করলো। যারা প্রতি বছর এ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে থাকে তারা অবশ্যই প্রশংসার দাবীদার। এ ধরণের সুস্থ বিনোদন আপামর জনতার চিত্তকে উৎফুল্ল করে। প্রত্যয় যুব সংগঠনের উপদেষ্টা আয়ুব আলী রাজুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি কিতাব আলী, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, ইউপি সদস্য খায়রুল বাসার প্রমুখ। উপস্থাপনা করেন মোখলেসুর রহমান। নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা করেন আলী আহমেদ ও নজরুল ইসলাম।