মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত এশিয়া মেটাল ইন্ডাস্ট্রিজে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কতিপয় দুর্বৃত্ত দোকানের তালা ভেঙে দোকানের মধ্যে বিক্রির জন্য রাখা আসবাবপত্রে পেট্রোল বোমা মেরে আগুন লাগিয়ে দেয়। এতে দোকানে রাখা মালামাল পুড়ে ক্ষতি হয়েছে। দোকানমালিক আব্দুল মালেক জানান, অবরোধের কারণে দোকান বন্ধ করে তিনি বাড়িতে ছিলেন। দৃষ্কৃতকারীদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানালেন দোকানমালিক আব্দুল মালেক। তিনি মেহেরপুর ৮ নং ওয়ার্ড জামায়াতের আমির মনিরুজ্জামানের শ্যালক।