আমঝুপি প্রতিনিধি: মেহরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের পশ্চিমপাড়ায় মৃত আসাদুলের স্ত্রী ফাতেমার বাড়িতে আগুনে পুড়ে গেছে নগদ টাকা ও আসবাবপত্র। গত বুধবার দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ফাতেমার নগদ ১০ হাজার টাকাসহ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
এলাকাবাসী জানিয়েছেন, দুপুরে বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় গ্রামবাসী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততোক্ষণে বসতবাড়ির আসবাপত্র পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসকে খবর দিলেও আধাঘণ্টা পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।