সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ৯ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্ফাত আরা জামান উর্মি ও স্নিগ্ধা দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মেয়াদোত্তীর্ন ও মূল্য তালিকা প্রদর্শন না করায় শাহ স্টোরের মালিক বিষ্ণু শাহাকে ভোক্তা আইন ২০০৯/৫১ ও ৩৮ ধারায় ৭ হাজার টাকা। মূল্য তালিকা প্রদর্শন না করায় গৌতম স্টোরের মালিক গৌতম শাহাকে ২০০৯/৩৮ ধারায় ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলা সেনেটারি ইন্সপেক্টর গোলাম ফারুক ও পুলিশ লাইনের একদল পুলিশ সদস্য। আদালত মেয়াদোত্তীর্ন মালামাল বাজারের জনসাধারণের সামনে বিনষ্ট করা হয়।