আলমডাঙ্গার মুন্সিগঞ্জের বিভিন্ন স্কুলে বাল্যবিয়ে ইভটিজিং মাদক ও সন্ত্রাস নির্মূলে আলোচনা

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জের বিভিন্ন স্কুলে বাল্যবিয়ে ইভটিজিং ও মাদক সন্ত্রাস নির্মূলে আলমডাঙ্গা থানা পুলিশের উদ্যোগে আলোচনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ আলোচনা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার থেকে দুপুর পর্যন্ত আলমডাঙ্গা থানা পুলিশের উদ্যোগে মুন্সিগঞ্জের বিভিন্ন স্কুলে বাল্যবিয়ে, ইভটিজিং, মাদক ও সন্ত্রাস নির্মূলে আলোচনা করা হয়। গতপরশু মুন্সিগঞ্জ একাডেমি ও গতকাল বৃহস্পতিবার মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয় এবং মুন্সিগঞ্জ সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠে এ আলোচনা হয়। আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) লুৎফুর কবীর বাল্যবিয়ের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং ইভটিজিং প্রতিরোধে স্ব স্ব স্কুলের সকল ছাত্র-ছাত্রীকে থানার মোবাইল নম্বর সরবরাহ করেন। এছাড়া মাদক ও সন্ত্রাস নিমূলে সহযোগিতার আহ্বান করেন। এসময় মুন্সিগঞ্জ বালিকা বিদ্যায়ের প্রধান শিক্ষক শ্রী শংকর কুমার পাত্র, মুন্সিগঞ্জ সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ছড়াকার আহাদ আলী মোল্লা, আলমডাঙ্গা থানার এসআই বাকী বিল্লাহসহ স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।