স্টাফ রিপোর্টার: দামুড়হুদার কলাবাড়ি রামনগর মাধ্যমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্ত করণের বিশেষ প্রচারের আওতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কলাবাড়ি রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সালাউদ্দিন। প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম। এসময় তিনি সরকারের বিভিন্ন সেক্টরের সাফল্য ও দেশের সার্বিক উন্নয়নে গৃহিত কার্যক্রম, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধসহ সমাজের উন্নয়নে নারীর ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। একই সাথে উপস্থিত সকলকে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে সচেতন থেকে সম্পৃক্তার আহ্বান জানান। অনুষ্ঠানের সভাপতি সালাউদ্দিন তার বক্তব্যে নারী শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং বিদ্যালয়ে ১ হাজার ২ শতাধিক ছাত্র-ছাত্রীদের জন্য পর্যাপ্ত ক্লাসরুম না থাকায় যথাযথ কর্তৃপক্ষকে নতুন ক্লাসরুম নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন জুড়ানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, ম্যানেজিং কমিটি সদস্য, ইকরামুল হক, ইয়াসিন মিয়া, এনামুল কবীর। অনুষ্ঠান পরিচালনা করে জেলা তথ্য অফিসের ঘোষক ফারুক হোসেন। অনুষ্ঠানে শিক্ষক, মহিলা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ১২০জন দর্শক ও শ্রোতা উপস্থিত ছিলেন।