আলমডাঙ্গা ব্যুরো: ঢাকায় নির্মাণাধীন ১২ তলা ভবন থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু ঘটেছে আলমডাঙ্গার নওলামারীর টাইলসমিস্ত্রি ইকরামুলের (১৯)।
এলাকাসূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার নওলামারী গ্রামের এরশাদ আলীর ছোট ছেলে একরামুল হক ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করতো। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কাজ করার সময় নির্মাণাধীন একটি ভবনের ১২তলা থেকে নীচে পড়ে তার মর্মান্তিক মৃত্যু ঘটে। নিহতের লাশ রাতে বাড়িতে পৌঁঁছাতে পারে। জানাজা শেষে রাতেই গ্রামের গোরস্থানে লাশ দাফনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানা গেছে।