দর্শনা ডাকবাংলো চত্বরে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন
দর্শনা অফিস: বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের উদ্যোগে আগামীকাল শুক্রবার দু’দিনব্যাপী বৃহত্তর কুষ্টিয়া জেলা গণসঙ্গীত উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এ লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণাসহ গ্রহণ করা হয়েছে নানামুখী প্রস্তুতি। ‘ছিড়ে ফেল দৃঢ় হাতে চক্রান্তের জাল’ এ স্লোগানকে সামনে রেখে আগামীকাল শুক্রবার বিকেলে দর্শনা ডাকবাংলো চত্বর দু’দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি গোলাম কুদ্দুস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা-২ সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি থাকবেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. শহিদুল ইসলাম, মানজার চৌধুরী সুইট। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বৃহত্তর কুষ্টিয়া জেলা গণসঙ্গীত উৎসব উৎযাপন পরিষদের সদস্য সচিব গোলাম ফারুক আরিফ। সভাপতিত্ব করবেন উৎসব পরিষদের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাবু। আগামী শনিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এনায়েত হোসেন। বিশেষ অতিথি অনির্বাণ থিয়েটারের সভাপতি ফজলুল হক, দর্শনা নাট্য আন্দোলনের প্রতিকৃত রবিউল আলম বাবু, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের সাবেক সভাপতি জিয়াউল রহমান বাবুল, ট্যালেন্ট হান্ট টপটেন বাউল, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী ধীরু বাউল, জাহাঙ্গীর আলম লুল্লু, ফকির সিরাজ, অনির্বাণ থিয়েটারের সহ-সভাপতি আলী মুনসুর বাবু প্রমুখ।