চুয়াডাঙ্গা ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

ডিঙ্গেদহ প্রতিনিধি: সিলেকশন নাকি নির্বাচন সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শান্ত ও সুন্দর পরিবেশের মধ্যদিয়ে সম্পন্ন হলো চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির অবিভাবক সদস্য পদের নির্বাচন। গতকাল বুধবার সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় নির্বাচনের প্রিসাইটিং অফিসার চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, বিদ্যালয়ের ১ হাজার ৫৯জন ভোটারের মধ্যে ৬৭৭জন ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল হয় ২০ ভোট। নির্বাচনে ৫জন অবিভাবক সদস্যের মধ্যে ১জন নারী সদস্য। নারী সদস্য হিসেবে ১জনের অধিক মনোনয়ন পত্র জমা না দেয়ায় মুসলিমা খাতুনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়। ৪জন পুরুষ অবিভাবক সদস্য পদের জন্য বিপরীত প্রতিদ্বন্দ্বিতা করেন ৬জন প্রার্থী। এর মধ্যে বজলুর রহমান আম প্রতীক নিয়ে ৪৫৮ ভোট, রফিকুল ইসলাম ছাতা প্রতীকে ৪৫৫ ভোট, ইদ্রিস আলি মই প্রতীকে ৪৩৬ ভোট, আনোয়ার হোসেন চেয়ার প্রতীকে ৪১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। পরাজিত প্রার্থীরা হলেন তরিকুল ইসলাম মোরগ প্রতীকে ২৪০ ভোট, আমির হোসেন আনারস প্রতীকে ২১৮ ভোট পান। এ সময় উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ফারজানা বেগম। ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে ছিলেন সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ মাহাবুব রহমান ও এএসআই সাকের আলিসহ পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা।