কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় সাইকেল চুরির সময় জনতার হাতে দুচোর ধরা পড়েছে। গণধোলাই শেষে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
পুলিশসূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল ৯টার দিকে কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ে সাইকেল চুরি করার সময় স্থানীয় জনতার হাতে আটক হয়েছে কার্পাসডাঙ্গা গ্রামের নতুন পাড়ার শাহিনুরের ছেলে শরিফুল ও উপজেলার চিৎলা গ্রামের কার্পাসডাঙ্গা পূর্বপাড়ার ঘর জামাই আব্দুল মমিনের ছেলে মানিক। সাইকেল চুরির সময় স্থানীয়রা তাদেরকে গণধোলাই দিয়ে দুজনকে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের হাতে তুলে দিয়েছে। কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই আসাদুর রহমান জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই চোরকে ফাঁড়িতে নিয়ে আসি। এসময় তাদের দেহ তল্লাশি করে ১ পুরিয়া গাঁজা ও সাইকেলের তালা ভাঙার সরঞ্জাম পাওয়া গেছে। গতকাল তাদেরকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করেছে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ।