বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি করে খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করবো
মাথাভাঙ্গা ডেস্ক: অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে আগামী একাদশ জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। গতকাল বুধবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে বিএনপি নেতারা এ দাবি জানান। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ‘ভিত্তিহীন বানোয়াট মামলায় সাজা প্রদানের প্রতিবাদ’ এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি দিয়েছিলো বিএনপি। সে মোতাবেক সকাল ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঢাকাসহ সারাদেশে মানববন্ধন করেছেন দলটির শত শত নেতাকর্মী। সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের একমাত্র আহ্বান আসুন ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রীকে মুক্ত, গণতন্ত্রকে মুক্ত, ভোটের অধিকার মুক্ত করি। নির্বাচন করতে হলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। খালেদা জিয়া ও রাজবন্দিদের মুক্তি দিতে হবে। মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সংসদ ভেঙে দিয়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তাহলে নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি হবে। তাই সরকারকে জানাতে চাই অন্যায়ের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ। বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি করে খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করবো। এজন্য সব রাজনৈতিক দল, ধর্ম, বর্ণ, ব্যক্তি সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানাই।
মির্জা ফখরুল আরও বলেন, আজকে আমাদের দায়িত্ব ঐক্যবদ্ধ থাকা। সরকার বিভিন্ন রকম অপপ্রচার চালিয়ে আমাদের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছেন। আজকে মানববন্ধন করার অনুমতি দেয়ার পর পুলিশের আচরণ কোনোমতেই গণতন্ত্রের পক্ষে নয়। তাই সবাইকে বলবো এ অবস্থার প্রেক্ষিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে আন্দোলন করে দেশনেত্রীকে মুক্ত করতে হবে। তার মুক্তি আমাদের একমাত্র লক্ষ্য। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন বিশেষ আদালতের বিচারক ডা. মো. আখতারুজ্জামান। রায়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়। রায় ঘোষণার পর থেকেই খালেদা জিয়া পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে আছেন। খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকেই তার মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।
চুয়াডাঙ্গায় পৃথক তিনস্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। বেলা ১১টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, জেলা বিএনপির সদস্য পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতন, বিএনপি নেতা রেজাউল করিম মুকুট, সদর থানা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক রবিউল ইসলাম লিটন, জেলা যুবদল নেতা ইমরুল হাসান জোয়ার্দ্দার মুকুল, আশরাফ বিশ্বাস মিল্টু, মোখলেছুজ্জামান মোখলেছ, আরিফুজ্জামান পিন্টু, তৌফিকুজ্জামান তৌফিক, হাজি রবিউল মল্লিক, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এমএ তালহা, যুগ্ম-আহ্বায়ক মঞ্জুরুল জাহিদ, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক আতিয়ার রহমান, তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আইনাল হক প্রমুখ।
অপরদিকে, সকাল সাড়ে ৯টার দিকে জেলা বিএনপির কেদারগঞ্জ দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। নেতৃত্ব দেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএম শাহাজাহান মকুল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজি রবিউল ইসলাম বাবলু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বেলটু, সিনিয়র সহ-সভাপতি ইন্তাজ আলী, জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহামুদ মিল্টন, সদস্য সচিব সাইফুর রশিদ ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজি আব্দুল মান্নান, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শাহাজাহান খান, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল হক, চুয়াডাঙ্গা পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ৫নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক প্রমুখ।
এদিকে, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. শরীফুজ্জামান শরীফ, আবুবক্কর সিদ্দিক আবু, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রাফাতুল্লাহ মহলদার, সহ-সভাপতি খায়রুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান লিপটন, আশাদুল হক বটুল, রাশেদুল ইসলাম রাশেদ, মাসুদ রানা আপেল, এরশাদ আলী, জেলা তরুণ দলের আহ্বায়ক মাবুদ সরকার প্রমুখ। মানববন্ধন পরিচালনায় ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম।
মেহেরপুর অফিস জানিয়েছে, সকাল ১০টায় মেহেরপুর জেলা বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের পরিচালনায় কর্মসুচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াছ হোসেন ও শেখ সাঈদ আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (সদর) রোমানা আহমেদ রুমা, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরউদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক আব্দুর রহিম, মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহবুদ্দিন মোল্লা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এমএকে খায়রুল বাশার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি তোজাম্মেল হক, পৌর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান হাবু, মহিলা দলের নেত্রী নাজমুন নাহার রিনা, দিলরুবা খাতুন, পালি খাতুন, বেদানা প্রমুখ।