কালীগঞ্জ প্রতিনিধি: প্রবীণ হিতৈষী সংঘ ও জ্বরা বিজ্ঞান প্রতিষ্ঠানের আয়োজনে ঝিনাইদহের কালীগঞ্জে ফ্রী মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসপাতাল সড়কের প্রধান কার্যালয়ে দিনব্যাপী বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা দিয়ে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় । এ সময় প্রবীণ হিতৈষী সংঘ সভাপতি আনছার আলী মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংঘের সাধারণ সম্পাদক ও কালীগঞ্জ পরিবেশক সমিতির সভাপতি মো. সদরউদ্দীন । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী , সহ-সভাপতি আব্দুর রাজ্জাক , সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী, কোষাধক্ষ্য জিল্লুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়নুল আবেদীন মাস্টার , কার্য্যকরী সদস্য যথাক্রমে হারুন অর রশিদ, আবুল ফজল, গোলাম মোস্তফা, আলীমুদ্দিন মাস্টার, আব্দুস শুকুর মাস্টার, ডা. জহুরুল ইসলাম ও মমতাজ বেগম ।