আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা শাদাব্রিজ কালিদাসপুর মোড়ে মসলার মিলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেজাল মসলা তৈরি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। গতকাল বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলার কালিদাসপুর গ্রামের তোফাজ্জেল হোসেন মসলার মিল দিয়ে কালিদাসপুর শাদাব্রিজ মোড়ে ব্যবসা করে। বিভিন্ন মসলার সাথে ধানে গুড়ো মিশিয়ে বিক্রি করে। গতকাল আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় তার মিলে অস্বাস্থ্যকর পরিবেশে মসলা তৈরি ও মসলার সাথে ধানের মিশিয়ে বিক্রি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করে। পরে তোফাজ্জেল জরিমানার ১০ হাজার টাকা দিয়ে মুক্ত হন। এ সময় আলমডাঙ্গা থানা পুলিশ উপস্থিত ছিলেন।