খবর: (আশা জাগিয়ে হতাশা : ফিরে গেলেন তারানকো)
সবাই খাবে মাছের পেটি
কিংবা খাসির ঝোল,
সবার মুখে পুরোনো গিদ
সেই পুরোনো বোল।
একলা একাই থাকছে মাঠে
করবে একাই ভোট,
যাচ্ছে ভেঙে সকাল-বিকেল
নির্বাচনী জোট।
তাতে কী আর যায় আসে গো
গদির মোহ ঠিক,
দেশের মানুষ তাই দোষীদের
জানায় শত ধিক!
Ñআহাদ আলী মোল্লা