স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা পৃথক স্থানে অভিযান চালিয়ে ১শ’ অ্যাম্পুল ঘুমের ইনজেকশনসহ দু’জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা জেলা শহরের বড় মসজিদপাড়ার মৃত আকবর মিস্ত্রীর ছেলে স্বপন ওরফে হিজরা স্বপন (৫৬) ও কুষ্টিয়া জেলার পোড়াদহের চিতুলিয়া গ্রামের মীর কাশেম আলীর ছেলে মীর শাহীন (৩২)। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা শহরতলীর বড় মসজিদপাড়া থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা ১শ’ অ্যাম্পুল ইন্ডিয়ান “বুপ্রেনরফাইন” ঘুমের ইনজেকশনসহ তাদেরকে আটক করেছে।
জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম সঙ্গীয় স্টাফদের সাথে নিয়ে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠের সামনে অভিযান চালায়। এসময় হিজরা স্বপন তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে তাড়িয়ে ধরা হয়। স্বপনের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৪০ অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়। পরে দুপুর ১২টার দিকে শহরের বড় মসজিদপাড়ায় অপর অভিযান চালিয়ে পোড়াদহের মীর শাহীনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এসময় শাহীনের দেহ তল্লাশি করলে তার পায়ে কাপড় দিয়ে পেচিয়ে রাখা অবস্থায় ৬০ অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়। গতকাল দুপুরে মামলাসহ হিজরা স্বপন ও মীর শাহীনকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।