দর্শনায় বিজিবি’র অভিযানে ৪৭টি পিতলের মূর্তি উদ্ধার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ৬ বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় ৪৭টি পিতলের মূর্তি ও ৪’শ ৯০টি তালা উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত মালামালরে মূল্য ৪ লাখ ১৩ হাজার ৫শ টাকা বলে জানিয়েছে বিজিবি। চুয়াডাঙ্গা ৬ বিজবি’র পরচিালক লে.কর্নেল মো. ইমাম হাসান এক প্রেস বিজ্ঞপ্তি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় র্ফোস নিয়ে দর্শনা আইসিপি চেক পোস্ট অভিযান চালান। এ সময় ৪৭টি ভারতীয় বিভিন্নি প্রকার পিতলের মূতি আটক করে। যার আনুমানিক মূল্য ৭০ হাজার ৫শ টাকা। এদিকে পৃথক আরেক অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে গোপন সংবাদ ভিত্তিতে দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় র্ফোস নিয়ে দর্শনা পাকা রাস্তার ওপর অভযিান চালান। এ সময় ৪’শ ৯০টি ভারতীয় হাইজাম টারজান ও ক্রাউন নেক্স তালাচাবি আটক করে। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৪৩ হাজার টাকা। আটককৃত তালাচাবি ও মূর্তি কাস্টমসে জমা দেয়া হয়েছে।