৪ ব্যবসায়ীর জরিমানা : সতর্ক করলেন ইউএনও
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ফাস্ট ফুড, মুদিদোকান, ওষুধ ফার্মেসি, ক্রোকারিজসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মেয়াদ না থাকা, লাইসেন্স ছাড়াই অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রিসহ যৌন উত্তেজক কোমলপানি বিক্রির অপরাধে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় দামুড়হুদা বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী জমির কাসারিকে ২ হাজার, হার্ডওয়ার ব্যবসায়ী চঞ্চলকে ২ হাজার, মেয়াদোত্তীর্ণ কোকাকোলা রাখায় চা দোকানি আশরাফুলকে ২ হাজার এবং ফাস্ট ফুড ব্যবসায়ী রেজাকে ৫ হাজার করে জরিমানা করা হয়। ৪ ব্যবসায়ীর কাছ থেকে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল মঙ্গলবার সকালে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক স্বজল আহম্মেদ, জেলা সেনেটারি ইন্সপেক্টর গোলাম ফারুক এ সময় উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন সার্টিফিকেট সহকারী জিহান আলী ও উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার। ভ্রাম্যমাণ আদালতের বিচারক দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান বলেছেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালীন দেখা গেছে, অধিকাংশ ফাস্ট ফুডের দোকানেই মেয়াদ না থাকা মামলামাল রয়েছে। কোয়ালিটিনামক কন আইসক্রিমেও নেই মেয়াদোত্তীর্ণের তারিখ। অবাধে বিক্রি করা হচ্ছে যৌন উত্তেজক কোমলপানি। বাজারের বেশিরভাগ ক্রোকারিজের দোকানেই নেই অগ্নিনির্বাপক ব্যবস্থা। এ অবস্থা কোনোভাবেই মেনে নেয়ার মত নয়। তিনি আরও বলেন, পবিত্র রমজান সমাগত। প্রাথমিকভাবে ব্যবসায়ীদের কর্তৃক করা হয়েছে। রমজানকে সামনে রেখে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।