দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদকরিবোধী অভিযান চালিয়ে ২২ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা মডেল থানার ওসি মোহাম্মদ আকরাম হোসেনের নেতৃত্বে এএসআই মহিউদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা মেমনগর পুরাতন পশুহাট এলাকা থেকে ২২ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেন। আটককৃতরা হলে উপজেলার দর্শনা দক্ষিণ-চাঁদপুরের শাহাজুল হকের ছেলে শামিম (৩২) এবং ঝাজাডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে লিটন (৪০)। দামুড়হুদা মডেল থানার ওসি মোহাম্মদ আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।