ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগকে ডিজিটালাইজেশন করার জন্য কর্মীদের ৫দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ও ট্যাব বিতরণ করা হয়েছে। পরিবার পরিকল্পনা বিভাগকেই রেজিস্ট্রারের আওতায় আনতে উপজেলার ৪২জন পরিবার পরিকল্পনা সহকারীদের মাঝে এ ট্যাব বিতরণ করা হয়। গতকাল সোমবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার সুনিকেতন পাঠশালার ট্রেনিং রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক ডা. জাহিদ আহমেদ। পরিবার পরিকল্পনা বিভাগ ও আইসিডিডিআরবির যৌথ আয়োজনে অনুষ্ঠিত ট্যাব বিতরণ ও প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডা. দিপক কুমার সাহা, কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুন কুমার দাস, ম্যানেজার হেলথ সিস্টেম স্টেইনদেইনিং, আইসিডিডিআরবির ঢাকার কাজী ওবাইদুল হক, মনিটরিং অ্যান্ড ইভালিয়েশন অফিসার, মাজেদুল ইসলাম, এসএফএ মেহেদী হাসান প্রমুখ।