মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের পাশর্^বর্তী দরগার মাঠে ২ বিঘা জমির লাউ গাছ ও লাউ কেটে তছরুপাত (বিনষ্ট) করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে গোভীপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে লাউ চাষি জিয়ার।
ক্ষতিগ্রস্ত লাউ চাষি জিয়া ও স্থানীয় অন্যান্য চাষিরা জানান, গত রোববার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা শুত্রুতা করে ২ বিঘা জমির লাউ ও লাউ গাছ কেটে তছনছ করে। গতকাল সোমবার ভোরে চাষিরা ওই মাঠে কাজ করতে গিয়ে জমিতে লাউ গাছ ও লাউ কেটে তছরুপাত করা দেখে কৃষক জিয়াকে খবর দেয়। জিয়া আরও জানান, এক সপ্তাহ পরে গাছ থেকে লাউ তুলে বীজ সংগ্রহ করার পরিকল্পনা ছিলো।
খবর পেয়ে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্জামান ক্ষতিগ্রস্ত ওই লাউয়ের ক্ষেত দেখতে যান এবং যারা এই কাজটি করেছে তাদের ধরে আইনের আওতায় নিতে রাতে সদর থানায় একটি জিডি করতে কৃষক জিয়াকে সহযোগিতা করবেন বলে জানান।