ডা. পলাশ আহ্বায়ক ও ডা. রতন যুগ্ম আহ্বায়ক
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ডক্টর ফাউন্ডেশন গঠন করা হয়েছে। ডা. হারুন অর রশিদ পলাশকে আহ্বায়ক, ডা. রওশন আমীন রতনকে যুগ্মআহ্বায়ক ও ডা. শফিকুর রহমানকে সদস্য সচিব করে ১৩ সদস্যের কমিটি গতকাল সোমবার গঠন করা হয়। এ কমিটি তিন মাসের মধ্যে সদস্য সংগ্রহ, গঠনতন্ত্র প্রণয়নসহ যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল সোমবার স্থানীয় দারুচিনি রেস্টুরেন্টে চুয়াডাঙ্গার ডিপ্লোমা চিকিৎসকদের কল্যাণ সমিতি গঠনের লক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ডক্টরস ফাউন্ডেশন নামকরণ করে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটি তিন মাসের মধ্যে ফাউন্ডেশন পরিচালনার লক্ষে প্রয়োজনীয় নীতিমালা, সদস্য সংগ্রহে চুয়াডাঙ্গার স্থায়ী বাসিন্দা, ডিএমএফ কোর্চ সম্পন্ন করা, সরকারি চাকরি থেকে অবসর গ্রহণকারীদের অন্তর্ভুক্তিতে গুরুত্ব দেয়ারও সিদ্ধান্ত নেয়া হয়। সদস্যরা হলেন- ডা. আনিছুর রহমান টিপন, ডা. হাসিনা আক্তার, ডা. রাশেদুজ্জামান রিপন, ডা. তোফাজ্জেল হোসেন, ডা. রাশেদুল হাসান, ডা. সেলিম রেজা, ডা. শহিদুল ইসলাম, ডা. এসএম আতাউর রহমান রতন ও ডা. শামীম আহমেদ।