স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। গত ৪ এপ্রিল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আকন্দ ২ বছরের জন্য অনুমোদন দেন। কমিটিতে আব্দুল গফুরকে সভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার অনুমোদন দেয়া হয়। এছাড়াও কমিটিতে ৬জন উপদেষ্টা রয়েছেন। তারা হলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজালুল হক, সাধারণ সম্পাদক রিপন ম-ল, দর্শনা রেলওয়ে স্টেশনের এসএস লিয়াকত আলী ও টিএক্সআর গোলাম মোস্তফা।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কার্যকরি সহ-সভাপতি ওয়াছেল সিকদার ও সত্যেন্দ্র নাথ কুমার দাস, সহ-সভাপতি আলম আলী, ইদ্রিস আলী, কামরুল ইসলাম, নুরুল ইসলাম, আকমল হোসেন, মনজুরুল হক, শহিদুল ইসলাম, জামাল হোসেন, আব্দুল আল মামুন, তুজাম্মেল হোসেন, আব্দুর রহিম ও রবিউল ইসলাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম, ওয়াহেদুর রহমান, ওলিয়ার রহমান, আব্দুর রশিদ, মুসলিম আলী, ইখতিয়ার, কবিউল আলম, সাংগঠনিক সম্পাদক শ্যামল হোসেন, আমিনুল ইসলাম, আহসান হাবিব, তুহিনুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, আশরাফুল আলম, ফয়সাল হোসেন, অর্থ-সম্পাদক তৌসিক আহম্মেদ, সহ-অর্থসম্পাদক তরিকুল ইসলাম, দফতর সম্পাদক আজিম হোসেন, সহ-দফতর সম্পাদক, মোস্তফা, মিজানুর রহমান, বিপ্লব হোসেন, জয়নুল আবেদীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মশিউর রহমান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রহমত আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তুষার হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক রনি বিশ্বাস, শ্রমিক কল্যাণ সম্পাদক ইকরামুল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সেলিম হোসেন, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক নাছরিন ফারহানা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক নাজমা খাতুন। নির্বাহী সদস্যরা হলেন আশরাফুল হক, হাফিজুর রহমান, জামিল হোসেন, শফি, বুরহান উদ্দিন, ইমরান হোসেন, বাদশা আলী, শেখ সুলতান, রাজ কুমার, দেলবার হোসেন, আব্দুস ছালাম, শুভ্র সিকদার, আহসানুল হক ও জিল্লুর রহমান।