আওয়ামী লীগ সরকার আসলে কৃষক তাদের ন্যায্য অধিকার ও মূল্য পায়
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস আইলহাস ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন। একই সাথে আইলহাস বাজারে কর্মীসমাবেশ করেন। গতকাল রোববার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ সমাবেশ ও গণসংযোগ করেন। কর্মীসমাবেশের বক্তব্যে আসাদুল হক বিশ্বাস বলেন, বিএনপি-জামায়াত যখন দেশকে চরম অবনতির দিকে ধাবিত করছিলো তখন জনগণ আওয়ামী সরকারকে ক্ষমতায় এনেছিলো। সেই অবনতির অবস্থা থেকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের রাষ্ট্রে উন্নীত হয়েছে। একমাত্র আওয়ামী লীগ সরকার আসলে কৃষক তাদের ন্যায্য অধিকার ও মূল্য পায়। একমাত্র আওয়ামী লীগ সরকার দুর্নীতিবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোরভাবে কাজ করে চলেছে। উন্নয়নের গনজোয়ার যদি বজায় রাখতে হয় তবে আবারও আওয়ামী লীগ সরকারকে নির্বচিত করার আহ্বান জানান। সেই সাথে আগামী জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন। তার সাথে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ মেম্বার, খাসকররা ইউনিয়ন যুবলীগের সদস্য ঝন্টু রহমান, খাসকররা ৫নং ওয়ার্ড যুবলীগের সদস্য খাইরুল ইসলাম, জেলা কৃষকলীগের সদস্য রকিবুল ইসলাম নান্না, কুতুবপুর ইউনিয়নের আওয়ামী লীগ সদস্য ফকির মোহাম্মদ, পদ্মবিলা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান, যুবলীগ কর্মী সামাদ, লিটন মোল্লা, আলী হোসেন, আব্দুল লতিফ, রাসেল জোয়ার্দ্দার, এনামুল, লাম, ইয়াসিন, সজল আলী, কামাল মেম্বার, মহিদুল, মিজার, খাদিমপুর ইউনিয়ন আ.লীগের প্রচার সম্পাদক নুহু মিয়া, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহিন বিশ্বাস, প্রচার সম্পাদক সানোয়ার হোসেন, সদস্য মুকুল আলী, আলী হোসেন, আব্দুল আলিম, খোদা বক্স, খোকন, সজিবুর রহমান, সবুজ, সুইট, মাসুম, ইমু, রিজিক, জুয়েল, ইমরান, লাল্টু মিয়া, মিন্টু প্রমুখ।