মেহেরপুর অফিস: নড়াইলে পুলিশের হাতে গ্রেফতার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবীর মুরাদ, খুলনা বিভাগীয়সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ নড়াইল জেলা বিএনপির সকল নেতৃবৃন্দের গ্রেফতারের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবি করেছেন মেহেরপুর ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি।
গতকাল শনিবার মেহেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাসুদ অরুন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গড়ে ওঠা চলমান সংগ্রামের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের অন্যতম বীর সেনানী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবীর মুরাদ, বিএনপির খুলনা বিভাগীয়সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ গ্রেফতারকৃত নড়াইল জেলা বিএনপির সকল নেতৃবৃন্দের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি। সেই সাথে সমস্ত নাগরিক ও মানবাধিকার ক্ষুণœ করে দলীয় সভা থেকে নেতৃবৃন্দকে গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি।