আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা বাঁশবাড়িয়া গ্রামের ৩ সন্তানের জননী পারিবারিক কলহের জেরধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে নিজ ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের লোকজন থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।
জানা গেছে, কুষ্টিয়া মিরপুর উপজেলার বালয়াশিমি গ্রামের নবিছদ্দিনের মেয়ে কাঞ্চন খাতুনের সাথে ২০-২১ বছর আগে আলমডাঙ্গা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আক্কাচ আলীর ছেলে আসলাম আলীর বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে ৩টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। বড় মেয়েকে বিয়ে দিয়েছে। তাদের সংসারে মাঝে মাঝে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। তারই জেরধরে গতকাল শনিবার বেলা ১১টার দিকে কাঞ্চন নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এসময় কাঞ্চনের ছোট মেয়ে ঘরে গিয়ে দেখতে পায় তার মা ঘরের আড়ার সাথে ঝুলছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় কাঞ্চনের ভাই করিম উদ্দিন বাদী হয়ে বিকেলে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।