চুয়াডাঙ্গার গড়াইটুপি গ্রামে ডাকাতির ১০ মাস পর মোবাইলফোন ট্রাকিঙে সফলতা : ভাণ্ডরদোহের তরিকুল গ্রেফতার

বেগমপুর প্রতিনিধি: গত ১০ মাস আগে চুয়াডাঙ্গার গড়াইটুপি মেলা সংলগ্নমাঠে ৩টি বাড়িতে ডাকাতির ঘটনায় ভা-ারদোহা গ্রামের তরিকুলকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
জানা গেছে, গত বছর ১৬ মে ভোর রাতের দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের গড়াইটুপি মেলার মাঠ সংলগ্ন তিনটি বাড়িতে ঘটে ডাকাতির ঘটনা। ডাকাত দল বাড়ির সবাইকে অস্ত্রেরমুখে জিম্মি করে মোফাজ্জেলের ছেলে হায়দার আলী, আলম জোয়ার্দ্দারের ছেলে আহাদ আলী এবং বকুলের বাড়ি থেকে নগদ ৬০ হাজার টাকা, ৪টি মোবাইলসেট, ১টি সোনার চেইন, ১ জোড়া পায়ের নুপুর, ১টি সোনার নাকের আখড়া, আহাদ আলির বাড়ি থেকে ১ জোড়া রূপার নুপুর, কিছু নগদ টাকা, বকুলের বাড়ি থেকে নগদ ৬ হাজার টাকা, ১টি সোনার চেইন, হাতের বালা, জোড়া সোনার কানের দুল এবং গবরগাড়া রাস্তায় ব্রিজ নির্মাণ শ্রমিকদের কাছ থেকে নগদ ৩ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার ১০ মাস ৫ দিন পর মোবাইল ফোনের আইএমইআই নম্বরের সূত্র ধরে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ভা-ারদোহা গ্রামের রাজ্জাকুর রহমানের ছেলে তরিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার তদন্ত ওসি আব্দুল খালেক তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় তরিকুলের সাথে আরও দুজনকে গ্রফতার করা হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেয়া হয়। পুলিশ জানায়, গ্রেফতাকৃত তরিকুলকে পুলিশি রিমা-ে এনে অধিকতর জিজ্ঞাসার মাধ্যমে ডাকাতির বিষয়টি উদঘাটন করা হবে।