কেরুজ চিনিকলের বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে কর্মকর্তাদের সাথে বৈঠককালে শিল্প সচিব মোহাম্মদ আব্দুল্লাহ

?

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শিল্প সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে
দর্শনা অফিস: কেরুজ চিনিকলের বিভিন্ন বিভাগ পরিদর্শন, ৫টি চিনিকলের মূল্যায়নসভার সমাপনি ঘোষণাসহ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প সচিব মোহাম্মদ আব্দুল্লাহ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বিমানযোগে যশোর বিমান বন্দরে অবতরন করেন। সেখান থেকে গাড়ি বহরযোগে কেরুজ চিনিকলে পৌঁছান সকাল ১০টার দিকে। কেরুজ অতিথি ভবনে ফুলেল শুভেচ্ছাসহ বরণ করে নেয়া হয় শিল্প সচিবসহ তার সফর সঙ্গীদের। সকাল সাড়ে ১০টার দিকে অতিথি ভবনে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন ও কেরুজ চিনিকলের কর্মকর্তাদের সাথে সংক্ষিপ্ত বৈঠক করেন। পরে বেলা ১১টার দিকে কেরুজ ট্রেনিং কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত ২০১৭-১৮ আখ মাড়াই মরসুমের দেশের ৫টি চিনিকলের ২দিনব্যাপী মূল্যায়নসভায় অংশ নেন। সভার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে শিল্প সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, যুগযুগ ধরে চাষিকূল আমাদের অর্থনৈতিক বুনিয়াদকে সমৃদ্ধ করেছে। কৃষি বান্ধব এ সরকার কৃষকের সকল সুবিধা নিশ্চিত করতে হাতে নিয়েছে বিভিন্ন কর্মসূচি। তেমনই ভাবে দেশের চিনি শিল্পকে বাঁচাতে হলে চাষি ভাইদের পাশাপাশি সংশি¬ষ্ট সকল কর্মকর্তাকে এগিয়ে আসতে হবে। সেক্ষেত্রে বেশি বেশি করে আখ চাষের মধ্যদিয়েই সম্ভব দেশের এ মূল্যবান সম্পদ চিনিশিল্পকে রক্ষা করা। বিগত দিনে যারা ক্ষমতায় এসেছিলো, তারা কখনও ভাবেনী এ দেশের কৃষকের কথা, ভাবেনী শ্রমিকের কথা, ভাবেনী দেশের মেহনতি মানুষের কথা। তারা দেশের সম্পদ নষ্ট করে নিজের আখের গুছিয়েছে। তারাই দেশের শিল্প প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিলো। বন্ধ করে দিয়েছিলো দেশের অনেক শিল্প কলকারখানা। বেকার করেছিলো বহু শ্রমিক-কর্মচারীকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে বেকারত্ব ঘুচাতে বর্তমান সরকার দেশের মৃত ও রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার করে তা সচল করেছে। সেই সাথে শিল্প কারখানাগুলোর ব্যাপক উন্নয়ন করা হয়েছে। আগামীতে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসুন সকল অনিয়ম, দুর্নীতিকে মোকাবেলা করে বাংলাদেশকে একটি শিল্প সমৃদ্ধশীল দেশ হিসেবে গড়ে তুলি। সেক্ষেত্রে মিলের সকল কর্মচারী-কর্মকর্তাকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনে মনোযোগী হতে হবে। মনে রাখতে হবে সরকারের উন্নয়নে বাধাগ্রস্ত ও ভাবমূর্তি ক্ষুণœকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে কোনোভাবেই আমরা পিছুপা হবো না। কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এনায়েত হোসেনের সভাপতিত্বে মূল্যায়নসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন, পরিচালক (উৎপাদন ও প্রকৌশলী) এবিএম আরশাদ হোসেন, পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) মোশাররফ হোসেন, প্রধান প্রকৌশলী আ. রউফ খান, প্রধান রাসায়নিকবিধ হামিদুল ইসলাম, পাবনা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক তোফাজ্জেল হোসেন, কুষ্টিয়া চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আ. কাদের, মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী শিকদার, ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আকমত হোসেন, কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) কেএম সরোয়ারদি, মহাব্যবস্থাপক (অর্থ) মোশারফ হোসেন, মহাব্যবস্থাপক (কারখানা) আনোয়ার কবির, মহাব্যবস্থাপক (প্রশাসন) মনোয়ারুল ইসলাম, মহাব্যবস্থাপক (ডিস্টিলারি) ফিদাহ হাসান বাদশা, প্রশাসনিক কর্মকর্তা আকরাম হোসেন শিকদার, উপব্যবস্থাপক বাণিজ্যিক শেখ শাহবুদ্দিন, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সহ-সভাপতি ফারুক আহমেদ, সহ-সাধারণ সম্পাদক খবির উদ্দিন প্রমুখ। শিল্প সচিব মোহাম্মদ আব্দুল্লাহ দুপুর ১২টার দিকে কর্মকর্তাদের সাথে নিয়ে কেরুজ চিনিকলের ডিস্টিলারি বিভাগসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছেন। সন্ধ্যায় মিলের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।