চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে মিলন অপেরা শিল্পিদের মতবিনিময়সভা

ডিঙ্গেদহ প্রতিনিধি:‘গ্রামীণ যাত্রা শিল্প চর্চা করি, মাদক ও জঙ্গিমুক্ত সমাজ গড়ি’ সেøাগানকে সামনে রেখে ডিঙ্গেদহ মিলন অপেরার শিল্পিদের মতবিনিময় সভা গতকাল শুক্রবার বিকেল ৪টায় ডিঙ্গেদহ বাজারে অনুষ্ঠিত হয়। ডিঙ্গেদহ মিলন অপেরার সদস্য আবু সুফিয়ান বিল্লালের সভাপতিত্বে বক্তব্য রাখেন মিলন অপেরার সদস্য শাবুদ্দিন বিশ্বাস খোকন, মঞ্জুর রহমান, শরিফুদ্দিন আহম্মেদ, গোলাম হোসেন, সোহরাব জাফর, ইসমাইল হোসেন, সাইদুর রহমান, একরাম আলী খুড়ো, ডা. বাবুল, আব্দুল হাই, মজিবুল হক সোনা, ইউনুচ আলী প্রমুখ। বক্তাগণ বলেন দেশে জনসংখ্যা বৃদ্ধি, রাজনৈতিক হানাহানির ফলে এখন আর যুব সমাজের মধ্যে কোন সম্প্রীতি নেই। গ্রামিন যাত্রাপালা, গাজির পালা, লোকসঙ্গীত বিলুপ্তির পথে। এজন্য যুবসমাজ মাদক ও জঙ্গির দিকে ঝুঁকে পড়ছে। যুব সমাজকে জঙ্গি ও মাদকের হাত থেকে ফিরিয়ে আনতে হলে যাত্রাপালাসহ গ্রামীন লোক সঙ্গীতের চর্চা করতে হবে। শুরুতেই মিলন অপেরার অন্যতম শিল্পি এরশাদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রস্তাব ও সমবেদনা জানানো হয়। এলাকায় গ্রামীণ যাত্রাপালা চর্চা করার জন্য আবু সুফিয়ান বিল্লালকে আহ্বায়ক ও শাহাবুদ্দিন বিশ্বাস খোকনকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট মিলন অপেরার কমিটি গঠন করা হয়।