বিভিন্ন অনিয়মের মধ্যদিয়ে চলছে দামুড়হুদার বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরেই বিভিন্ন অনিয়মের মধ্যদিয়ে পরিচালিত হয়ে আসছে। বোর্ড কর্তৃক নির্ধারিত ফিসের পরিবর্তে বোর্ডের নির্দেশনাকে উপেক্ষা করে শিক্ষার্থীদের নিকট থেকে নিবন্ধন ফিস বাবদ অতিরিক্ত দ্বিগুন থেকে তিনগুণ অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
জানা গেছে, ৮ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিবন্ধন ফিস বাবদ ৭৫ টাকা এবং ৯ম শ্রেণির জন্য ১৮০ টাকা হতে রেড ক্রিসেন্ট ফিস ২০ টাকার ৬০ শতাংশ ১২ টাকা বাদ দিয়ে মোট ১৬৮ টাকা আদায়ের জন্য বোর্ড কর্তৃক নিদের্শনা রয়েছে। কিন্তু বোর্ডের নির্দেশনা না মেনে বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ নিবন্ধন ফিস বাবদ ৮ম শ্রেণির শিক্ষার্থীদের নিকট থেকে জন্য ৩শ টাকা ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিকট থেকে ৪শ টাকা করে আদায় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কন্দ্রে করে ভুক্তভোগী দরিদ্র অভিভাবকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি খতিয়ে দেখে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী অভিভাবকমহল।