প্রশাসনের অনুমতি ছাড়াই দামুড়হুদার কোষাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমগাছ কেটে বিক্রির অভিযোগ

দামুড়হুদা প্রতিনিধি: প্রশাসনের অনুমতি ছাড়াই দামুড়হুদার কোষাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ফলন্ত আমগাছ কেটে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন ওই গাছটি ২ হাজার ৯শ টাকায় বিক্রি করেছেন বলে জানা গেছে। বিদ্যালয়ের জমিদাতা শুকুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ম্যানেজিং কমিটিকে না জানিয়ে ওনি নিজের খুশিমতো ওই গাছ কেটে বিক্রি করেছেন। এছাড়া তিনি গাছ বিক্রির কোনো নিলাম বিজ্ঞপ্তিও জারি করেননি। নিলামে বিক্রি করলে ৪-৫ হাজার টাকায় গাছটি বিক্রি হতো।
বিদ্যালয়ের সভাপতি জালাল উদ্দীন বলেছেন, গাছ কাটার পর প্রধান শিক্ষক আমাকে মোবাইলফোনে বিষয়টি জানান। এ সংক্রান্তে ম্যানেজিং কমিটির মাধ্যমে কোনো রেজুলেশন করা হয়নি বলেও জানান তিনি। সহসভাপতি নাসির উদ্দীন বলেন, ম্যানেজিং কমিটির সকলকে না জানিয়ে ওইভাবে একটি ফলন্ত গাছ কেটে বিক্রি করা অবশ্যই অনিয়ম। উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম বলেছেন, এভাবে তো গাছ কাটার বিধান নেই। তাহলে উনি কিভাবে কাটলো। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।