ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের সংগঠনের (ডুসাক) নির্বাচন কমিশন গঠন

?

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গার’ (ডুসাক) নির্বাচন কমিশন গঠিত হয়েছে। কার্যকারী কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়াই গতকাল শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) টিচার্স লাউন্সে এক বৈঠক শেষে এ কমিটি গঠন করা হয়। এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, বৈঠকে সর্বসম্মতিক্রমে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ রাইফেলস স্কুলের শিক্ষক আব্দুল মান্নান। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে আবুল খায়ের গ্রুপের আর এম উপদেষ্টা হাবিবুর রহমান, ঢাকা মহানগর ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহজাহান সাজু, বিটিভির সংবাদ পাঠিকা রওনক জাহান, এন বি আর কর্মকর্তা তরিকুল ইসলাম, ছাত্রলীগ কেন্দ্রীয় সহসভাপতি জাহাঙ্গীর আলম, ঢাবি শিক্ষক সাঈদ সিদ্দিক সুইট। বৈঠকে ডুসাকের প্রধান পৃষ্ঠপোষক আহমেদ পিপুলের উপস্থিতিতে সভায় আগামী ৩০ এপ্রিলের মধ্যে কমিটিতে আসতে ইচ্ছুক আগ্রহী ডুসাক সদস্যদের ব্যক্তিগত তথ্য কমিটির কাছে জমা দিতে বলা হয়। বৈঠকের শুরুতেই সভাপতি হাসানুজ্জামান পলাশ ও সম্পাদক ইশতিয়াক বুলবুল পিয়াশ গত ১৭ মার্চ কমিটির মেয়াদ চলে যাওয়ায় নতুন কমিটি গঠন ও আগামী ইফতার পার্টি নিয়ে আলচনার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি নাঈমুল হক রিংকু, সাবেক সাধারণ সম্পাদক শামীম হোসেন মিজি ও সাবেক সহ-সভাপতি কাজী সদরুল্লাহ বাবু, সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান পিকুল প্রমুখ।