মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার শিয়ালমারী গ্রামের পল্টু হোসেন বিষপানে আত্মহত্যা করেছেন। গত পরশু বুধবার সকালে তিনি বিষপান করেন। পল্টুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তার অবস্থা অবন্নতি হলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করেন। কুষ্টিয়া যাওয়ার পথে সে মৃত্যুবরণ করেন। সে মানসিক প্রতিবন্ধী বলে পারিবারিক সূত্রে জানায়।
জানা গেছে, গত পরশু বুধবার আলমডাঙ্গার শিয়ালমারী গ্রামের মজিবরের ছেলে পল্টু হোসেন (২৫) সকাল ৭টার দিকে ঘরে থাকা কীটনাশক পান করে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে রেখেই তাকে চিকিৎসা করা হয়। তার অবস্থা অবন্নতি হলে কর্তব্যরত চিকিৎসক আবু হাসান মোহাম্মদ ওয়াহেদ রানা তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করেন। অ্যাম্বুলেন্সযোগে কুষ্টিয়া নেয়ার পথে ভোর ৫টার দিকে সে মৃত্যুবরণ করেন। সকালে লাশ শিয়ালমারী গ্রামে নেয়া হয়। তার পারিবারের লোকজন জানিয়েছে সে মানসিক ভারসাম্যহীন ছিলো। সংবাদ পেয়ে পূর্বকমলাপুর ফাঁড়ি পুলিশের আইসি আফজাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ লাশ উদ্ধার করে সূরত হাল রিপোর্ট করেন। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।