স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের পুরাতন যাদবপুর গ্রামবাসীর প্রতিরোধের মুখে ডাকাতদল পালিয়েছে। স্থানীয়রা এ তথ্য দিয়ে বলেছেন, গতরাত সাড়ে ১১টার দিকে একদল ডাকাত গ্রামে ডাকাতির জন্য গ্রামের অদূরে অবস্থান নেয়। বিষয়টি জানাজানি হলে গ্রামের সাধারণ মানুষ সংঘটিত হয়ে প্রতিরোধ গড়ে তোলে।
গ্রামের একাধিক ব্যক্তি মোবাইলফোনে বলেছেন, মাঝে মাঝেই এলাকায় ডাকাতদল হানা দিচ্ছে। অপহরণ করে মুক্তিপণ আদায় করছে। মোবাইলফোনে গণহারে চাঁদাবাজি দীর্ঘদিন ধরে চলে আসছে। অতিষ্ঠ এলাকাবাসী। পুরাতন যাদবপুর গ্রামের সাধারণ মানুষ সন্ত্রাসী রুখতে স্বেচ্ছার হয়ে উঠেছে। গতরাত ১১টার দিকে একদল অস্ত্রধারী গ্রামের অদূরে অবস্থান করছে খবর পাওয়ার সাথে সাথে গ্রামবাসী প্রতিরোধ গড়ে তোলে। গ্রামবাসীর ধাওয়ার মুখে মাঠের দিকে সটকে পড়ে ডাকাতদল।