আমঝুপি প্রতিনিধি: মেহেরপুরে খাল, বিল নদী ও কৃষি জমি সুরক্ষায় জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মানব উন্নয়ন কেন্দ্রের (মউক) হলরুমে এ কমিটি গঠন করা হয়। বিশিষ্ট সমাজ সেবক ওয়াজেদ আলীর সভাপতিত্বে মেহেরপুর জেলার খাল, বিল, নদী ও কৃষি জমি সুরক্ষায় ২১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়। আহ্বায়ক কমিটির সভাপতি নির্বাচিত হন ডা. আবুল বাশার, ২জন যুগ্ম-আহ্বায়ক, গাংনী উপজেলার সাংবাদিক আমিরুল ইসলাম অলড্রাম ও মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের এবিএম একরামুল হক। আলোচনাসভায় বক্তব্য রাখেন মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. আবুল বাশার। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন আমানুল্লাহ হক, আব্দুর রহমান, আব্দুর রকিব মিয়া, মামনত আলী প্রমুখ। অতিথিবৃন্দ জনান মেহেরপুর জেলা কৃষি প্রধান অঞ্চল, এখানকার কৃষি জমি বিভিন্নভাবেই নষ্ট হচ্ছে, ইটভাটা, বাড়ি নির্মাণ, কল-কারখানা স্থাপনে। এছাড়া খাস জমি কমে যাচ্ছে এই জেলা কমিটির মাধ্যমে খাল, বিল, নদী ও কৃষি জমি রক্ষায় জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। সভাপতি ওয়াজেদ আলীর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মউকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মুরাদ হোসেন।