মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর বাগোয়ান গ্রামের স্কুলছাত্র তাছিরুল পানিতে ডুবে মারা গিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রামেরই একটি পুকুরে পনিতে ডুবে সে মারা যায়। তাছিরুল (৯) বাগোয়ান গ্রামের মোল্লাপাড়ার বজলু মোল্লার ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় ইউপি সদস্য কাজী কমরউদ্দীন সেলিম বলেন, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাছিরুল তার দাদির সাথে বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পরে সে তার দাদির চোখের আড়াল হওয়ায় সে বাড়ি ফিরেছে বলে দাদি মনে করে। বাড়িতে ফিরে তাকে না পেয়ে বাড়ির সবাই অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বেলা ২টার দিকে ওই পুকুরের পানিতে তার লাশ ভেসে ওঠে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।