গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলা রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলেন সাংবাদিক আক্তারুজ্জামান। গতকাল বৃহস্পতিবার এক লিখিত পদত্যাগপত্র গাংনী উপজেলা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতির কাছে প্রেরণ করেন তিনি। সাংবাদিক আক্তারুজ্জামান ব্যক্তিগত সমস্যার কারণ উল্লেখ করে রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদকসহ সংগঠনের সকল পদ থেকে পদত্যাগ করেছেন বলে তিনি জানিয়েছেন। সেই সাথে আক্তারুজ্জামানের নাম কোনো কাজে ব্যবহার না করার জন্য রিপোর্টার্স ইউনিটির প্রতি অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।