স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ক্লাসিক মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় একাডেমি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা ক্লাসিক মডেল একাডেমির প্রধান শিক্ষক ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সদস্য এবং শেয়ার বিজ পত্রিকার জেলা প্রতিনিধি মফিজুর রহমান জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই এবং দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি রাজীব হাসান কচি। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দফতর সম্পাদক ও দৈনিক বণিক বার্তা, দি ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং জিটিভির জেলা প্রতিনিধি রিফাত রহমান, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের দফতর সম্পাদক ও দৈনিক পশ্চিমাঞ্চলের স্টাফ রিপোর্টার আলমগীর কবীর শিপলু। অনুষ্ঠানে ২৮টি ইভেন্টে ছাত্র-ছাত্রীদের এবং একাডেমির শিক্ষকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।