শৈলকুপা সমাজসেবা কর্মকর্তার দুর্নীতি ও বিভিন্ন অপকর্ম থামছে না
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা সমাজসেবা অফিসে চলছে তেলেস মাতি কারবার। ৩৫ বছর নারীর জাল ভোটার আইডি কার্ড বানিয়ে দেয়া হচ্ছে বয়স্ক ভাতা। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে জাল আইডি বানিয়ে শৈলকুপার জালশুকা গ্রামের মুসলিমা খাতুন নামে এক নারী বয়স্কভাতা গ্রহণ করছেন দীর্ঘদিন। মুসলিমার বয়স্কভাতা পরিশোধ বইতে জাতীয় পরিচিতি নম্বর- ৪৪১৮০৫০৮৫২৪৬৭ এবং জন্ম তারিখ ১৯৫০ সালের ৫ অক্টোবর রয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে তার জাতীয় পরিচয়পত্রের আইডি নং-৪৪০১৪৬৮৫২৪২০। আর জন্ম তারিখ ১৯৮২ সালের ৫ অক্টোবর। সে মোতাবেক মুসলিমার বয়স এখন ৩৫ বছর। মুসলিমা জালশুকা গ্রামের জাহাঙ্গীর আলীর স্ত্রী। স্বামী জাহাঙ্গীর ১৯৮১ সালের ১ জানুয়ারিতে জন্মগ্রহণ করেন। অভিযোগ উঠেছে, উপজেলা সমাজসেবা অফিস কর্মকর্তা মাসুদ আহমেদ ও খুলুমবাড়িয়া কৃষি ব্যাংক শাখার পিয়ন জাহাঙ্গীর আলম মিলিতভাবে এ অপকর্ম করেছেন। এভাবে তারা অর্থ হাতিয়ে নিচ্ছেন। পিয়ন জাহাঙ্গীর আলী টাকার বিনিময়ে সুন্দরী খাতুন নামে এক ভাতাভোগীর মৃত্যু হলে তার স্থলে মুসলিমা খাতুনের নাম অর্ন্তভুক্ত করেন। জাহাঙ্গীর সমাজসেবা কর্মকর্তাকে ম্যানেজ করে ডাক্তারী পরীক্ষায় উত্তীর্ণ ছাড়াই তার ছেলে শুভ হোসেনের নামে প্রতিবন্ধী ভাতা’র কার্ড বানিয়েছেন। এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, মুসলিমা খাতুনের নামে বয়স্কভাতা’র কার্ড হলেও তিনি ভাতা তুলতে যান না। লোকলজ্জা এড়াতে মুসলিমা তার স্বামীকে দিয়ে কৌশলে ভাতা’র টাকা উত্তোলন করে থাকেন। এ ব্যাপারে ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান জিকু জানান, সমাজসেবা কর্মকর্তা নিজেই দুর্নীতিবাজ এবং বিভিন্ন অপকর্ম করছেন। মুসলিমা খাতুন ও শুভর প্রতিবন্ধী ভাতা’র কার্ডের বিষয়টি তদন্ত করা হবে বলেও চেয়ারম্যান জানান। এদিকে অভিযোগ অস্বীকার করে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ আহমেদ জানান, ইউনিয়ন পর্যায়ের যাচাই-বাছাই করে যে সকল কাগজপত্র অফিসে পাঠানো হয় সেগুলোই অনুমোদন করা হয়ে থাকে। এক্ষেত্রে আমাদের পরিবর্তনের কোনো সুযোগ নেই। তাছাড়া ইস্যুকৃত বই দুটির সমস্ত তথ্যাদি অধিকতর তদন্ত করা হবে বলে মন্তব্য করেন তিনি।
ঝিনাইদহ থানা পুলিশের সন্ত্রাসীবিরোধী অভিযান
অস্ত্র ও গুলিসহ চুটলিয়া রিন্টু বিশ্বাস আটক
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া দক্ষিণপাড়া থেকে অস্ত্র ও গুলিসহ রিন্টু বিশ্বাস (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। রিন্টু বিশ্বাস ওই গ্রামের ইমান আলী বিশ্বাসের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুটলিয়া দক্ষিণপাড়ায় সন্ত্রাসীরা নাশকতাসহ অপরাধমূলক কর্মকা- করার জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেনের নেতৃত্বে এএসআই গোলাম হোসেন, আব্দুল আলিম, রাজু আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। এসময় রিন্টু বিশ্বাসের বাড়ি থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার ও ২ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। সে নাশকতাসহ অপরাধমূলক কর্মকা- করার প্রস্তুতি নিচ্ছিলো বলে জানায় পুলিশ। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।
শৈলকুপা আ.লীগে উত্তেজনা : পৌর সভাপতিকে বহিস্কারের হুমকি দিয়ে চিঠি
ঝিনাইদহ প্রতিনিধি: শৈলকুপা আওয়ামী লীগে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। বেশ কয়েকদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ ও মহড়ার পর একটি বেসরকারি টিভিতে পৌর মেয়র কর্তৃক স্থানীয় এমপির বিরুদ্ধে বক্তব্য দেয়ার কারণে আগুনে ঘি ঢেলে দেয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে ঝিনাইদহের শৈলকুপা পৌর আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় পৌরসভার চেয়ারম্যান কাজী আশরাফুল আজমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চিঠি দেয়া হয়েছে। দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রদান করায় গতকাল বৃহস্পতিবার কারণ দর্শানোর এই চিঠি দেয়া হয়। শৈলকুপা থানা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেন সোনা ও সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু স্বাক্ষরিত এই চিঠিতে উল্লেখ করা হয়েছে আগামী ৭ দিনের মধ্যে সন্তোষজনক জবাবদানে ব্যর্থ হলে আশরাফুল আজমকে দল থেকে বহিস্কার করা হবে। কারণ দর্শানো চিঠিতে বলা হয়েছে গত ১ এপ্রিল ডিবিসি নামে একটি টিভি চ্যানেলে শৈলকুপা পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আশরাফুল আজম শৃঙ্খলা বিরোধী অসত্য বক্তব্য দেন। এতে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রভাব পড়েছে। তাই কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না তা চিঠি পাওয়ার ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে চিঠিতে বহিস্কারের বিষয়টি উল্লেখ করা হয়। চিঠি পাওয়ার কথা স্বীকার করে শৈলকুপা পৌর আ.লীগের সভাপতি ও স্থানীয় পৌরসভার চেয়ারম্যান কাজী আশরাফুল আজম বলেন, আমি বেসরকারি টিভিতে যে বক্তব্য দিয়েছি তা সত্য। এক বিন্দু মিথ্যা বলিনি। স্থানীয় এমপি আব্দুল হাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভক্তিমূলক ভোট করেছেন। আর এটা প্রমাণ হলে তার এমপি পদ থাকবে না। এই জন্য আমার বিরুদ্ধে কারণ দর্শানোর চিঠি ইস্যু করেছেন। তিনি বলেন, দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বক্তব্য তদন্ত করে দেখুক আমি মিথ্যা বলেছি কিনা। তিনি বলেন, আমি ঢাকায় যাচ্ছি নেতাদের কাছে। সেখান থেকে এসে আমি চিঠির জবাব দেবো। শৈলকুপা থানা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেন সোনা জানান, চিঠির জবাব আসার পর আমাদের মতামত কেন্দ্রকে জানাবো।
ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের হামদহ বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করে রেললাইন বাস্তবায়ন কমিটি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে রেল লাইন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন নিসচা জেলা শাখার সভাপতি অ্যাড. মনোয়ারুল হক লাল, রেলপথ বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক খোন্দকার হাফিজ ফারুক, ছাত্র নেতা অমিয় মজুমদার অপু, আলোচিত রেল আব্দুল্লাহ, হুমায়ন হিমু, গোলক জোয়ার্দ্দার, এসএম রবি প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ব্রিটিশ আমলে এই অঞ্চলে রেল লাইন ছিলো। কিন্তু পরে তা ওঠে যায়। ঝিনাইদহে রেল লাইন না থাকার কারণে এ এলাকার ব্যবসায় বাণিজ্যে প্রসার ঘটছে না। বক্তারা যশোর থেকে ঝিনাইদহ হয়ে পদ্মাসেতু পর্যন্ত রেল লাইন স্থাপনের দাবি জানান।