দর্শনা অফিস: এশিয়া মহাদেশের ২য় বৃহত্তম ও বাংলাদেশের সর্ববৃহত্তম ভারি শিল্প প্রতিষ্ঠান কেরুজ অ্যান্ড কোম্পানী। এ অঞ্চলের অর্থনৈতিক অন্যতম চালিকা শক্তি কেরুজ চিনিকলের সুনাম রয়েছে গোটা দেশ জুড়ে। কেরুজ উৎপাদিত পণ্য গোটা বিশ্বে সমাদৃত। এবার শিল্প কারখানায় উৎপাদনের ক্ষেত্রে সারা বাংলাদেশের প্রথম স্থান অধিকার করেছে কেরুজ চিনিকল কমপ্লেক্স। গত পরশু বুধবার সকাল ১০টায় ঢাকা শিল্পকলা একাডেমি ভবনে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৬ অনুষ্ঠিত হয় শিল্পকলা একাডেমি ভবনে। এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে শিল্পমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা হাজি আমির হোসেন আমু। শিল্প সচিব মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ এমপ্লোইজ ফেডারেশনের সভাপতি কামরান টি রহমান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন, পরিচালক উৎপাদন ও প্রকৌশলী এবিএম আরশাদ হোসেন, কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এনায়েত হোসেন, মহা-ব্যবস্থাপক (অর্থ) মোশারফ হোসেন প্রমুখ। পরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর হাত থেকে দেশের সেরা উৎপাদনশীল প্রতিষ্ঠান হিসেবে কেরুজ চিনিকলের পক্ষে প্রথম পুরস্কার গ্রহণ করেন প্রকৌশলী এনায়েত হোসেন।