আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার মাদকব্যবসায়ী ও মিনি সিন্ডিকেটের প্রধান মিনিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করে আলমডাঙ্গা থানা পুলিশ। এসময় ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা স্টেশন এলাকার আলাউদ্দীনের স্ত্রী মিনি খাতুন। সে এলাকায় শুধু নানাভাবে বহুল আলোচিতই না, এলাকায় বহু অপকমর্মের হোতাও। এলাকায় মাদকব্যবসা করার জন্য এলাকায় একটা মিনি সিন্ডিকেট নামে সিন্ডিকেটও চালু করে সে। আর সেই সিন্ডিকেটের প্রধান মিনি নিজেই। সদস্য হচ্ছে, তার মেয়ে আলো, মায়া, মুক্তা, ওল্টু, রুবেল ও সামাদ, তার বোন কুটি ও মুন্নি, ২ ভগ্নিপতিসহ প্রায় ১৭-১৮ জন। মিনিকে গ্রেফতার করার জন্য থানা পুলিশ অভিযান অব্যাহত রেখেছিলো। এরই মাঝে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খানের নেতৃত্বে এসআই গিয়াস, এএসআই হামিদুল ইসলাম, এএসআই তৌহিদুর রহমান, এএসআই রোকনুজ্জামান ফোর্সসহ অভিযান চালিয়ে আলমডাঙ্গা পৌর বাসটার্মিনালের নিকট থেকে মিনি খাতুনকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খান জানান, গ্রেফতারকৃত মাদকব্যবসায়ী মিনি খাতুনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় ৭টি নিয়মিত মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।