বাংলাদেশ কৃষকলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

আ.লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বাংলাদেশ কৃষকলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হাসান চত্বরে এসে শেষ হয়। পরে শহীদ হাসান মুক্তমঞ্চে আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান অ্যাড. আশরাফ আলী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের দফতর সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, জেলা আ.লীগের সাবেক যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি। প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। বিশেষ বক্তা ছিলেন সদর থানা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু। আলোচনাসভায় বক্তারা বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। নৌকা বিজয়ের লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে অর্জিত বিভিন্ন সাফল্য অর্জন ও বিজয়ের ধারাবাহিকতা সমূহকে রক্ষা করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আ.লীগ সরকারের ধারাবাহিকতা পূর্ণ প্রতিষ্ঠিত করতে হবে।
অনষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি তহিদুর রহমান চন্দন, আক্তার হোসেন, শাহ নেওয়াজ, কবির খোকন, সেলিম উদ্দীন মল্লিক সলিম, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, অর্থ বিষায়ক সম্পাদক ওসমান গণি বিস্কুট, আইন বিষায়ক সম্পাদক অ্যাড. রবিউল ইসলাম, প্রচার সম্পাদক মহসিন রেজা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, মাফিজুর রহমান মাফি, তাপু, সজল, পৌর কৃষকলীগের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকু, যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম, পৌর মহিলা বিষায়ক সম্পাদক ঝর্ণা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কামাল এহসান রুমি জোয়ার্দ্দার, সহ-আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, সহ-প্রচার সম্পাদক জাকারিয়া হোসেন, যুবলীগ নেতা মিলন, রাজ্জাক, জেলা কৃষকলীগের সদস্য রফিকুল ইসলাম, ওয়াসিম, তুহিন ইসলাম রানা, আতিকুর রাব্বি, হানিফ মিয়া, আলমডাঙ্গা কৃষকলীগের সংগঠনিক সম্পাদক মাছুদুর রশিদ মাছুম, আলমডাঙ্গা কৃষকলীগের সভাপতি এম আজিজুল হক, দফতর সম্পাদক শাহাবুল হক, থানা কৃষকলীগের নির্বাহী সদস্য বীর মু্িক্তযোদ্ধা সৌমেন্দ্রনাথ সাহা, আবুল কালাম আজাদ, অভীমান্দ্র কু-ু। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, আয়োজনে দফতর সম্পাদক জেলা কৃষকলীগ রাকিব আহমেদ জনি। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন হারুনার রশিদ।