এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে
মুন্সীগঞ্জ/বাড়াদী প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি বলেছেন, বঙ্গবন্ধুর রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো জননেত্রী শেখ হাসিনা করে যাচ্ছেন। গ্রামের পর গ্রাম রাস্তা পাকা করেছেন। স্কুল কলেজ মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন করে চলেছেন। বিএনপি ক্ষমতায় থাকাকালীন বলেছিলো আলু আর কপি খাও। জিয়াউর রহমান বন্দুকের নল ধরে ক্ষমতায় এসে দেশের জনগণের মায়া কি বুঝবেন? বন্দুকের নল ধরে তিনি বললেন আমি রাজা, জনগণ বন্দুকের সামনে পড়ে প্রাণ ভয়ে মেনে নিলো। আমরা ২১ বছর ক্ষমতায় ছিলাম না। বিএনপি ক্ষমতায় থাকাকালীন আমাদের ওপর জুলুম নির্যাতন করেছে। আমরা ক্ষমতায় এসে কিছুই করিনি। দেশ যখন উন্নয়নের দিকে যাচ্ছে তখন বিএনপি আমাদের দেশটাকে পেছনের দিকে ঠেলে দিতে উঠে পড়ে লেগেছে। সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। শত্রুকে একেবারে ছোট করে দেখার সুযোগ নেই। তাই সবসময় সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গার পোলতাডাঙ্গায় মাথাভাঙ্গা নদীর ওপর ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন। হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। এ ব্রিজটি এলাকাবাসীর কাছে পদ্মাসেতুর মতোই গুরুত্বপূর্র্ণ। আমাদের এ ব্রিজটি আকারে ছোট হলেও গুরুত্ব কম না। এলাকার কৃষকেরা তাদের কৃষি পণ্য খুব সহজে বাজারে নিতে পারবে। আগে গ্রামের মানুষ ও কৃষকেরা অতিকষ্টে তাদের মালামাল বাজারে নিতো। এখন পাকাঁ রাস্তার পাশে ট্রাক দাঁড়িয়ে থাকে। এখন কষ্ট করতে হয় না। এটা সম্ভব হয়েছে আজ আ.লীগ সরকার ক্ষমতায় আছে বলে। গ্রামের উন্নয়ন যদি না করা হয় তবে দেশের উন্নয়ন সম্ভব না। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে হলে দেশের রাস্তা ঘাট ব্রিজ কালভাট নির্মাণ করতে হবে। কিছুদিন আগেও এই এলাকার মানুষেরা কাঁচারাস্তায় চলাফেরা করতো। রাস্তা পাকা হয়েছে, ব্রিজ হচ্ছে। এলাকা এবার অর্থনৈতিকভাবে আরও বেশি এগিয়ে যাবে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ৯৬ মিটার দীর্ঘ পিসি গার্ভার ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর করেন জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে পোলতাডাঙ্গা মাথাভাঙ্গা নদীর পাশে আলোচনাসভার আয়োজন করা হয়। বাড়াদী ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, যুগ্ম-সাধারন সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নানসহ সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান লিটু বিশ্বাস, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক কাউসার আহম্মেদ বাবলু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদ খান, হারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা আ.লীগের সদস্য নুরুল ইসলাম, জেলা আ.লীগের সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দোলোয়ার হোসেন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান। এছাড়া উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আ.লীগের সভাপতি হাসান কাদির গনু, ভারপ্রাপ্ত সেক্রেটারি ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সেক্রেটারি সিরাজুল ইসলাম, বাড়াদী ইউনিয়ন আ.লীগের সেক্রেটারি মকবুল হোসেন, খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল, কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ, বাড়াদী ইউনিয়ন যুবলীগের সভাপতি স¤্রাট হোসেন, সেক্রেটারি মকলেচ উদ্দিন, জেহালা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শিলন প্রমুখ।