চাঁদা না পেয়ে শক্তিশালী বোমা বিস্ফোরণ
আটকবর প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামে চাঁদাবাজচক্র চাঁদা দাবি করে চাঁদার টাকা না পেয়ে গতপরশু মঙ্গলবার রাত রাত একটার দিকে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটায়।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে বাড়–ই পাড়ার মৃত সন্তোষের ছেলে নিধুর বাড়ির নিকট গতপরশু মঙ্গলবার রাত একটার দিকে বোমাবাজচক্র একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটায়। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হলে এলাকার মানুষ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে। বোমা বিস্ফোরণের খবর পেয়ে নাটুদা পুলিশ ক্যাম্পের টহল দল ঘটনা স্থলে পৌঁছুলে বোমাবাজ চক্র পালিয়ে যায়। এ বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আতঙ্ক সৃষ্টির জন্যই বোমাবাজরা একের পর এক বোমার বিস্ফোরণ ঘটাচ্ছে বলে স্থানীয়রা ধারণা করেছে।